- সিয়াম সাধন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জুন, ২০১৬, ১২:৪৭:৩০ দুপুর

ঈদের বাজার সামনে রেখে মজুতদারের জোট ছিল

মধ্যভোগী ফড়িয়ারা গোঁফে তেল মাখছিল।

ব্যাবসায়ীরা পশরা সেঁজে ঝিকিমিকি আলোতে

একটা মাসের ব্যবসা দিয়ে বছর যাবে ভালোতে।

যার যেমন সামর্থ্য আর যার রুচিতে যা মেলে

ভোক্তা যারা নিচ্ছে কিনে বেতন বোনাস সব ঢেলে।

কিনছে বাবা, কিনছে মা, ভাইয়া কিনছে আর বোন

নিজের জন্য, পরের জন্য ভাবছে বাদ পড়ছে কোন?


মাসটা যাবে আনন্দে আর সিয়াম মানে রোজাইতো

সারাটা দিন উপোষ থেকে শ্রষ্ঠার মন খোঁজাইতো।

ভাবটা এমন আর কিছু নয় নয়তো কেহ কম জানে

এভাবেইতো চলছে এখন সিয়াম সাধন রমজানে।

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373380
২৮ জুন ২০১৬ দুপুর ০২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশটার নাম বাংলাদেশ!!
373382
২৮ জুন ২০১৬ দুপুর ০২:৩৩
নাবিক লিখেছেন :
মাসটা যাবে আনন্দে আর সিয়াম মানে রোজাইতো
সারাটা দিন উপোষ থেকে শ্রষ্ঠার মন খোঁজাইতো।
দেশের ৯০% লোক এখন রোজার নামে উপোষই থাকছে আসলে, ধন্যবাদ।
373386
২৮ জুন ২০১৬ দুপুর ০২:৩৬
কুয়েত থেকে লিখেছেন : একটা মাসের ব্যবসা দিয়ে বছর যাবে ভালোতে। ভালো তো ভালো না..? অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:১২
309943
বাকপ্রবাস লিখেছেন : হুম ঈদের আগাম শুভেচ্ছা
373433
২৮ জুন ২০১৬ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : হাচা কথাটাই কইছেন সুন্দর করে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File