মিছে ভয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুন, ২০১৬, ০১:৫৮:২৬ রাত
বিচি খেলে গাছ হয়
টুম্পামনি ভাবে
তরমুজের ফালিটা
দেখেশুনেই খাবে।
কাঠালের বিচি বড়
আমির আটি তাও
পেয়ারা খাবে যদি
বিচি বেঁছে দাও।
বিচি তবু গলে গেল
খেতে গিয়ে আতা
গাছ যদি বেড়ে ওঠে
ঠিক নেই মাথা।
একেএকে দিন গেল
বীজ ফোড়েনা আর
মিছে ভয় কর যদি
কি দাম তার।
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট বেলায় বলতো সবাই
যদি খাও বিচি
গাছ আসবে ছিদ্র হয়ে
মাথা থাকবে নিচু।
মিছামিছি এমন কথা
শুনতে হত অনেক
এমন শিক্ষা দেয় কেন
মুরুব্বীরা বলুক।
দুষ্টুমিতে ও মিথ্যে বলা
নিষেধ আছ হাদিসে
মানতে হবে নবীর শিক্ষা
থাকতে নবীর পাশে।।
মন্তব্য করতে লগইন করুন