- হিরু আলম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জুন, ২০১৬, ০৩:১৬:০৬ দুপুর
মন ভালো নেই তাতে কি
হিরু আলম আছে
দেখ দেখ কেমন সুন্দর
গাছের ফাঁকে নাচে।
লিখেন যেমন কবিতা আর
গাইতে পারে গানও
শিল্পের জন্য মনোপ্রাণ
দিতে পারে জানও।
মিটিং থাকে সিটিং থাকে
শুটিং থাকে লাগাতার
ব্যস্ত ভীষণ টাইট সিডিউল
ঠিক রাখা দায় মাথাটার।
সালমান গেল মান্না গেল
জলিল সাকিব হাওয়া
সময় এখন হিরু আলমের
করছে পিছু ধাওয়া।
মন ভালো নেই তাতে কী
একটু মজা মাখুন
অফিসিয়াল পেইজ আছে
লাইক দিয়ে রাখুন।
বিষয়: বিবিধ
১৭০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন