- বৃক্ষ মানব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জুন, ২০১৬, ০৩:০০:২৯ দুপুর
বৃক্ষ ভাবে বৃদ্ধ হলে
দাম থাকেনা আর
নিজের কাছে নিজেই তখন
লাগে অনেক ভার।
ফুল হয়না ফল হয়না
শুকনো ডালপালা
সবাই যখন এড়িয়ে চলে
বাড়ে মনো জ্বালা।
বৃক্ষ তার ছায়ায় বসে
পথিক শুকায় ঘাম
গাইতো পাখি ডালে ডালে
পাতায় হাওয়ার গান।
সেইদিন আর নাইতো এখন
বৃক্ষটা আজ একা
সেই বৃক্ষটার খবর নিও
পথে হলে দেখা।
বিষয়: বিবিধ
৭৩৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন