- প্রবাস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুন, ২০১৬, ০৩:৫০:৫২ দুপুর

চাকরীটা ছেড়ে দিয়ে চলে যাবো দেশে

কতোবার ভেবে ভেবে ফানুস ওড়ায় হেসে।

এইবার ঠিকঠিক ছেড়ে দেবো ভাবি

যদি পাই আলাদিনের সেই যাদু চাবি।


চমকটা দেবো যখন ঢুকে যাবো ঘরে

আদরের কন্যারা রবে হা করে।

বিস্ময় ভরা চোখে ঠোটে রেখে হাসি

থেকে থেকে বউ এসে দিয়ে যাবে কাশি।


দু'দিন বাদে যখন জমাকড়ি শেষে

আলাদিনের চেরাগে আসেনা কেউ ভেসে।

না না, থাক থাক সাতপাঁচ ভেবে

বিদেশেই পড়ে থাকি মনটাকে দেবে।

বিষয়: বিবিধ

৮৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372050
১৫ জুন ২০১৬ দুপুর ০৩:৫৪
কুয়েত থেকে লিখেছেন : যদি পাও আলাদিনের সেই যাদু চাবি। তা কি পাওয়া যাবে জীবনে কোথাও। ভালো লাগলো ধন্যবাদ
১৫ জুন ২০১৬ বিকাল ০৪:৩৩
308829
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
372053
১৫ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
আফরা লিখেছেন : এটাই জীবন ! আমি শুনেছি এক সময় দেশের জীবনটাও প্রবাসের মতই ছিল । স্বামীরা শহরে কাজ করত বউরা গ্রামে থাকত ।এখনকার মত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না তাই দেশে থেকে ও তাদের অবস্থা আপনাদের চেয়ে খারাপ ছিল ।এখন তো তবু প্রতিদিন কথা বলা যায় ।
১৫ জুন ২০১৬ বিকাল ০৪:৩৩
308828
বাকপ্রবাস লিখেছেন : আমি যখন রিকশায় চড়ি, তখন প্রশ্ন করি, বাড়ি কোথায়?
রংপুর
লাষ্ট কবে গেছেন বাড়িতে?
দুই বছর হলো
কবে যাবেন?
জানিনা
তখন ভাবি, দেশে থেকেও তারা বিদেশে।
372070
১৫ জুন ২০১৬ রাত ০৮:১২
হতভাগা লিখেছেন : দেশে চলে আসেন । আপনজনদের সাথে সুখ দুঃখে একসাথে থাকবেন ।

নাকি হাসুবু হুলিয়া দিয়ে রেখেছে
১৫ জুন ২০১৬ রাত ০৯:০১
308859
বাকপ্রবাস লিখেছেন : আই কিয়াইচ্ছি, হাসুবুর ডর দেহান ক্যা
372138
১৬ জুন ২০১৬ দুপুর ১২:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সময় করে ঘুরে যান দেশ থেকে।
১৬ জুন ২০১৬ দুপুর ০১:১১
308954
বাকপ্রবাস লিখেছেন : হুম, ঈদের পর সম্ভবনা আছে।
372162
১৬ জুন ২০১৬ বিকাল ০৪:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশে আসার চিন্তা না করে পরিবার বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা করুন!!!
১৭ জুন ২০১৬ সকাল ০৬:০৯
309030
বাকপ্রবাস লিখেছেন : সেই লক্ষ্যে সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File