- টুম্পা যখন পড়তে বসে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুন, ২০১৬, ০২:৫৮:৩৬ দুপুর
টুম্পার ঘুম পায় যখন সে পড়াতে
চুলে পিঠে চুলকায় নেই মন ছড়াতে।
ঢুলে ঢুলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
অন্য পা গেল কোথা ভাবে পড়া ছাড়িয়ে।
এক পায়ে দাঁড়ায় সে অন্য পা তুলে
বইটা হাতে নিয়ে পড়ে মন খুলে।
তাল গাছ দেখে যাও টুম্পাও পারে
এক পায়ে দাঁড়িয়ে আরেক পা নাড়ে।
মা এসে বকে দেয়, কি'যে করি তোকে
ঘুমটাও আসে আবার টুম্পার চোখে।
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন