- কাকাবাবু

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ জুন, ২০১৬, ০২:১৭:০১ দুপুর

ঘটনা ঘটে যায় রটনায় রটে

গুজবে কান দিয়ে যেওনাতো চটে।

হাটে হাড়ি ভাঙ্গে যদি দেখে নিও তবে

ঘটনার আড়ালে রটনায় হবে।

কাকাবাবু ভয়ে মরে যদি আছে ঝুলে

ভিটাবাড়ি ছাড়া হলে যাবে কোন কুলে!

ওপারে দেখা যায় মোদিবাবুর ঘর

ভরসার কুড়েঘর যদি ওঠে ঝড়।


দুই'পা দুই বাড়ি কাকাবাবু হাঁটে

তরীখানা বাঁধা আছে নদীরও ঘাটে।

ঘটনা রটনায় দেখে নিও তবে

দুই তীরে দুই বাড়ী কাকাবাবুর হবে।

বিষয়: বিবিধ

৯০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371928
১৪ জুন ২০১৬ দুপুর ০২:৫৩
হতভাগা লিখেছেন : কাকা বাবু হেকে ডাকে আয় মোদী আয়
তোর ডাটে যদি আরও গুঁড় পাওয়া যায়
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:১০
308702
বাকপ্রবাস লিখেছেন : দাদাবাবু এসে বলে ডাকলে তুমি বেশ
এলাম যখন নিয়ে যাবো পুরো বাংলাদেশ
371938
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাকা বাবু নিজের ঘর নিয়াই ব্যাস্ত!!
১৪ জুন ২০১৬ বিকাল ০৪:২৩
308710
বাকপ্রবাস লিখেছেন : কাকাবাবুর ঘর কোনটা? মুদিরে আমন্ত্রণ জানায় কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File