আমার বুড়ি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুন, ২০১৬, ১১:৫৫:৪৪ সকাল
আমার বুড়ি হামাগুড়ি
দিতে গিয়ে ভাবল থাক
ভাবছে সোজা হাঁটায় ভালো
হামাগুড়ি চুলোয় যাক।
আমার বুড়ি হাঁটতে গিয়ে
ভাবল হঠাৎ দৌঁড়ের যুগ
কেন মিছে হাঁটাহাঁটি
তারতো নাই তেমন রোগ।
আমার বুড়ি ভাবল শুয়ে
দৌঁড়াবে সে কাল সকালে
এমন ঘুম আসলো শেষে
সকাল গেল কোন অকালে!
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডিম ভাজা খাবে বুড়ি!!
মন্তব্য করতে লগইন করুন