- জিপিএ ফাইভ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুন, ২০১৬, ০৭:১১:০৯ সন্ধ্যা
জিপিএ ফাইভ পেলে ঢাকি মুখ লজ্জায়
আমাদেরও বোধ আছে মগজে মজ্জায়।
টিচার বলেছে আসে যা মাথাতে
লিখেলিখে ভরে ফেল পরীক্ষার খাতাতে।
সরকার বলেছে লিখা হলেই মার্ক দাও
ঢাকঢোল পেটাবে উন্নতি দেখে যাও।
আমাদেরও দোষ কি প্রশ্নটা হলে ফাঁস
সবাইতো কিনছে রেজাল্টও খুব সাবাস।
তাইতো মন নেই স্কুলের পড়াতে
ছন্দে তাল পেলে মজা পাই ছড়াতে।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবুও আপনি দেখবেন
সেইটাই
০ সব প্রশ্নের উত্তর দিলেই ১০০ তে ১০০ । যে সব সঠিক দিল সেও ১০০ আর যে ১০০ টাই ভুল করলো সেও ১০০ ।
সবাই পাশ কেউ আর ফেইল নাই
মন্তব্য করতে লগইন করুন