- স্বপ্ন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মে, ২০১৬, ০৭:৫০:৫১ সন্ধ্যা
এই দেখো ফুল এনেছি হাত পেতে নাও
ওখান থেকে যদি পারো একটা আমায় দাও
গুজিয়ে দেবো চুলে
দেখবো মন খুলে
এক আকাশ চোখে তোমার, তুমি দেখতে পাও?
আলতা তোমার প্রিয় জানি চলটা সেকেলে
সবাই কেমন বদলে গেছে তুমি রয়ে গেলে
নুপুুর পরে থাকো
তিব্বত স্নো মাখো
পারবে তুমি থাকতে একা, আমি চলে গেলে?
পেরেছিতো তুমি আমি ঠিক দু'জনে
গিয়েছেতো কতো কাল পাখীর কূজনে
কোকিল যখন ডাকে
বসন্তেরই ফাঁকে
জানো নাকি দেয়কি সাড়া মন সূজনে?
আসি বলে ছাড়ি ঘর তুমি আমি একা
এয়ারপোর্টে সেই আমাদের হলো শেষ দেখা
যাচ্ছি দেশ ছাড়ি
আসবো আবার বাড়ি
সেই আশাতেই স্বপ্নগুলো হারায় সীমারেখা।
বিষয়: বিবিধ
৮৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার আসুন ফিরে
প্রান প্রিয়দের নীড়ে
থাকুন ভাল এই কামনা রইল অগোচরে।
উপায়তো নাই
মন্তব্য করতে লগইন করুন