- হলদে পাখি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মে, ২০১৬, ০১:৪৮:২৩ দুপুর



হলদে পাখি হলদে পাখি

ডালে বসে একা

‘কোয়াক ‘কোয়াক' ডাকছো কাকে

দেয়না বুঝি দেখা?

কুটুম পাখি নামযে তোমার

ডাকলে তুমি নাকি

আসবে কুটুম মিষ্টি হাড়ি

সেই আনন্দে থাকি।

হলদে পাখি হলদে পাখি

কোথায় তোমার বাড়ি

সঙ্গে নেবে আমায়?

নইলে দেবো আড়ি।

হলদে পাখি/এরা কুটুম পাখি নামেও পরিচিত।হলদে পাখির বৈজ্ঞানিক নামের অর্থ হলুদ সোনাবউ।

ডানা ও পুচ্ছে কালো রঙসহ দেহের বাকি অংশ সোনালি হলুদ রঙের চোখে স্পষ্ট কালো রেখা দেখা যায়। স্ত্রী পাখি পুরুষের তুলনায় অপেক্ষাকৃত ফ্যাকাসে ও অধিক সবুজ রঙের।কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস আহার করে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাসা বাঁধে। ২-৩টি ডিম পাড়ে। বাসার সব কাজে স্ত্রী-পুরুষ উভয়ে অংশ নেয়। দেশের উত্তর অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত।

মাথা, গলা ও ঊর্ধ্ব-বক্ষ, ডানা ও পুচ্ছে কালো রংসহ দেহের অবশিষ্ট অংশ উজ্জ্বল সোনালি হলুদ রঙের। ঠোঁট গোলাপি ও চোখ গাঢ লাল। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, তবে স্ত্রীর মাথার কালো রং অপেক্ষাকৃত ফ্যাকাসে। এই পাখি কর্কশ স্বরে ‘কোয়াক’ বোল তুলে ডাকে।

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370169
২৬ মে ২০১৬ দুপুর ০২:০২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : চমৎকার ছন্দ! তার সাথে প্রয়োজনীয় বর্ণনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File