- ফেইসবুক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মে, ২০১৬, ০৫:৩৫:৪৫ বিকাল
লিখছে সবাই যে যার মতো
নাইতো খাতা কলম
কেটেছিড়ে মারছে ডিলিট
লাগছেনা আর মলম।
লিখছে ছড়া, গদ্য-পদ্য
রাজনীতিরই বাদ্য
যে যার মতো খাচ্ছে খুঁটে
যেটা যার খাদ্য।
ঝগড়াঝাটি মান অভিমান
সবই সমান তালে
কেউ কাছে নেই, দূরে তবু
ইমুর চড় গালে।
হাসছে, কাঁদছে, ফাসছে কেউ
ফাঁস লাগিয়ে গলে
রাগে ক্ষোভে অভিমানে
যাচ্ছে ওপার চলে।
কেউ হাদারাম চালাক চতুর
কেউবা উজবুক
সকল জাতের মিলন মেলায়
চলছে ফেইসবুক।
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন