-------- মা ---------
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মে, ২০১৬, ১২:৩৫:৩৮ দুপুর
কেমন যেনো বদলে গেছে
মাগো তোমার রূপ
চুলের সিঁথি বাঁক ধরেছে
রইল সবাই চুপ।
লাগল ক্ষরা বুকে
ওপারেতে বাঁধ দিয়েছে
নদীর গতিমুখে।
লাগল আগুন বনে
কেউ জানেনা কিসের আগুন
পুড়ছে জনে জনে।
ধর্ম হয়েছে কাল
রাম হয়েছে বস্তুহারা
রহিমের গেছে ছাল।
ঘুম হয়না রাতে
এই বুঝি যাচ্ছে প্রাণ
ঘাত প্রতিঘাতে।
রইল সবাই চুপ
কেমন যেন বদলে গেছে
মাগো তোমার রূপ।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.taza-khobor.com/bd/weird-news/63982-2016-05-23-17-21-53
মন্তব্য করতে লগইন করুন