ঘূর্ণিঝড়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মে, ২০১৬, ০২:৫৭:৩০ দুপুর
ঘূর্ণিঝড়ের ঘূর্ণিতে
বাড়ে বায়ূর গতি
ঘড়বাড়ী গাছপালার
হয়যে দারুণ ক্ষতি।
গর্জে ওঠে ঢেউ
জোয়ার যায় বেড়ে
জলোচ্ছাসে যায়যে ভেসে
হাজার প্রাণ কেড়ে।
ভাসে নিথর প্রাণ
মানুষ পশুপাখী
খোদা তুমি রক্ষা করো
এই আবেদন রাখি।
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন সেলফির যুগ , সেলফি তুলতে পারতেন ।
মন্তব্য করতে লগইন করুন