- এই ছড়াটা তোমার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ মে, ২০১৬, ১১:৫৬:২৫ সকাল
এই ছড়টা তোমার
শিরোনাম ঠিক করেছি
লিখা আছে বাকি
"টুনি এবং টোনার"
কলমটা এই ধরেছি
বল নেবে নাকি?
-
এই ছড়াটা তোমার
এই মাত্র শেষ করেছি
এইযে দেখ খাতায়
রইল বাকি শোনার
ছড়াপ্রেমে আজ পড়েছি
আর পড়েছি তোমার।
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর পড়েছি তোমার,
যদি ইচ্ছা জাগে মনে
চলে এস সেথায়
শুনাব তোমায় আমি
সেই আরসের পতির কথা
তাঁর নিকট নাই কোন
জাতি ভেদ,ভুলি মোরা তাহা
গান গাই মোরা এক স্রষ্টার
সৃষ্টি সকল এক।মোরা সকল এক।
মন্তব্য করতে লগইন করুন