- শিকল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মে, ২০১৬, ০৬:৩৬:৫৩ সন্ধ্যা
উঠতে গিয়ে বসতে গিয়ে হাঁটতে গিয়ে দেখি
হাতে পায়ে শিকল আমার চমকে উঠি একি!
শুনতে গিয়ে পেলাম বাঁধা বলতে গিয়ে তাও
ভাবতে গিয়ে হোঁচট খেলাম ভাবনা মিছে ফাও।
খেতে বসে মুখ রোচেনা ঘুমোতে গেলে বাঁধা
কোথায় যেন আটকে আছে বিশাল এক ধাধা।
বুঝতে পেলাম অবশেষে হীরক রাজার দেশে
শিকল পরেই থাকে সবে মুক্ত সাধীন বেসে।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিরক রাজার দেশে,
থাকবে খঁচায় বসে।
নড়বে যদি চলবে চাবুক,
সবাই বসে একটু ভাবুক।
শুভ সকাল।
মন্তব্য করতে লগইন করুন