- কলি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মে, ২০১৬, ১১:৪০:০১ সকাল
নামটা তার নাইবা বলি ধরে নাও কলি
ফুল ফোটার মুহুর্তে সে বলল এবার চলি।
যাবেই যখন কিইবা করার উড়ে গেল পাখী
হয়তো আবার আসবে ফিরে অপেক্ষাতে থাকি।
বনের পাখী উড়ে গেলে আসে কি আর ফিরে
সেই কথাটায় ভাবছি বসে একা নদীর তীরে।
পেছন হতে ডাকলো আমায় স্মৃতির ধবল পাহাড়
আমার মতো কেউতো আর নাইযে আর তাহার।
দু'জন মিলে ভাব জমালাম গেলাম আবার ফিরে
তখনো গাছে ফুল ফোটেনে আসলো কলি ধীরে।
সেই কলিটা আমার ছিল নাইতো এখন আর
জানিনাতো কার বাগানে ছড়ায় সৌরভ তার।
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন