- তারার দেশে মায়ের খোঁজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মে, ২০১৬, ০১:৪৭:৫৪ দুপুর
একটা আকাশ দিনে রাতে ভাবায় আমায় খুব যে
আমি যখন কথা বলি সে'যে থাকে চুপ যে।
দিনে দেখি সূর্য একা থাকে কিছু মেঘও
রাতের বেলা তারার মেলা বাড়ে মনো বেগও।
-
সবাই বলে মা হারালে যায়না তবু চলে
দূর আকাশে মিটি মিটি তারা হয়ে জ্বলে।
সন্ধ্যে হলে রোজ আকাশে হাজার তারার মেলায়
একটা তারা থেকে থেকে ডাকে যেন আমায়।
-
মা'যে আমায় গেল ছাড়ি ফেলে রেখে একা
কেমন ছিল মা জননী হয়নি কভূ দেখা।
ছোট্ট বেলায় সবাই যখন মায়ের ছবি আঁকে
বলল বাবা মা'যে আমার তারার দেশে থাকে।
................................................................................................
একটা আকাশ / দিনে রাতে / ভাবায় আমায় / খুব (৪+৪+৪+২)
আমি যখন / কথা বলি / সে'যে থাকে / চুপ।(৪+৪+৪+২)
দিনে দেখি / সূর্য একা / থাকে কিছু / মেঘ(৪+৪+৪+২)
রাতের বেলা / তারার মেলা / বাড়ে মনো/ বেগ।(৪+৪+৪+২)
-
সবাই বলে / মা হারালে / যায়না তবু / চলে(৪+৪+৪+২)
দূর আকাশে / মিটি মিটি / তারা হয়ে / জ্বলে।(৪+৪+৪+২)
সন্ধ্যে হলে / রোজ আকাশে / হাজার তারার / মেলায়(৪+৪+৪+২)
একটা তারা / থেকে থেকে / ডাকে যেন / আমায়। (৪+৪+৪+২)
-
মা'যে আমায় / গেল ছাড়ি / ফেলে রেখে / একা (৪+৪+৪+২)
কেমন ছিল / মা জননী / হয়নি কভূ / দেখা।(৪+৪+৪+২)
ছোট্ট বেলায় / সবাই যখন / মায়ের ছবি/ আঁকে (৪+৪+৪+২)
বলল বাবা/ মা'যে আমার/ তারার দেশে/ থাকে।(৪+৪+৪+২)
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন