- মধ্যবিত্ত মন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মে, ২০১৬, ০৪:৩১:০৪ বিকাল
এই চুল কেটোনা
বয়কাটে ভয়
মনে হয় অন্য তুমি
এই আমার নয়।
জিন্স প্যান্ট টি শার্ট
ঠিক আছে থাক
ভয়টা চেপে রাখি
যায় যদি যাক।
অবশেষে তায় হলো
যা ছিল ভয়
মধ্যবিত্তের টানাপোড়ন
এমনইতো হয়।
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন