- ভালো আছি ভালো থেকো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মে, ২০১৬, ১২:৪৭:৩৩ দুপুর
ভালো থেকো চামেলী
কামিনী ও নললতা
আমিও ভালো আছি
জেনে রেখো বনলতা।
-
ছড়াও সুভাস জেসমিন
ক্যামেলিয়া বেলিও
হাস্নাহেনার সুভাসে
মোহিত আমিও।
-
জানি জবা ভালো আছে
বকুলের খবর নেই
জুঁই কে ভালোবেসে
পলাশের গেছে খেই।
-
ভালো থেকো ফুলেরা
ভালো থেকো দুনিয়া
সব্বাই ভালো আছে
ভালো লাগে শুনিয়া।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন