- ফাঁস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৬, ১২:৩০:৫১ দুপুর
প্রশ্নটাযে আওট হলো ডাউট আছে বটে
পরীক্ষার আগের রাতে এমনইতো ঘটে।
তিন সেট বের হয়েছে কোনটা তবে পিওর
কোনটা তবে ফলো করি কিভাবে হই শিওর।
প্রতি সেট চার হাজার তিন চারে বারো
দুই পয়সা কম হবেনা লাগলে নিতে পারো।
নকলে আবার মূল্য ফেরত গ্যারান্টিও আছে
কিযে করি কিনছে সবাই পিছিয়ে পড়ি পাছে।
কিনেই নিলাম ভেবেচিন্তে ধারকর্য করে
পরীক্ষাতে গিয়ে দেখি মিলছে বরাবরে।
ভাবছি মিছে দুশ্চিন্তা আর পড়ালেখার নামে
বছর বছর সময় নষ্ট থাকি অন্য কামে।
হচ্ছেই যখন হর হামেশা প্রশ্নপত্র ফাঁস
শিক্ষামন্ত্রী হাল ছেড়েছে সাবাস সাবাস।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন