- দোটানা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মে, ২০১৬, ০৭:১১:৫৪ সন্ধ্যা

সুমনের দোটানা ছোটকাল থেকে

ঠিক আছে বলে সে ঠিকই যায় বেকে।

দেবেকি দেবেনা পকেটে হাত

খরচের বেলায় তার থাকে সংঘাত।

এখন সে ছোট নয় কলেজে পড়ে

ছেলেমেয়ে দেখে রোজ হাতে হাত ধরে।

সুমনের শখ হলো ধরা যদি যেত

পার্কে বসে বসে বাদামও খেত।

দু'দিনেই পড়ে গেল কাজলের প্রেমে

বলি বলি করে রোজ যায় থেমে থেমে।

কাজলই শেষমেষ সুমনের কাছে

এসে বলে, বল দেখি কি বলার আছে?

প্রেমে যদি পড় খোকা হয়ে গেছে ভুল

বোকা ছেলে বুঝনা কেন নাকফুল!

দোটানায় পড়ে আবার কথাটা শুনে

বিবাহিত বোঝা যায় নাকফুল গুণে।

দীপিকার শাদী হল নাকফুল নাই

ইদানিং সুমনের দোটানা এটাই।

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367694
০১ মে ২০১৬ রাত ০৮:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মাশাআল্লাহ খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০১ মে ২০১৬ রাত ০৯:০৮
305068
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File