- মে দিবস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মে, ২০১৬, ১১:৩৪:৪৮ সকাল
মে দিবস আসলযে তায় শ্রমিকের গান গায়
জুন যখন আসবে তখন শ্রমিকের দাম নায়।
তারপর বৃষ্টি আর অনাবৃষ্টি আধপেটা ভাত
জোৎস্না দেখে দিন গুনা আসবে সুপ্রভাত।
কতো দিবস আসে যায় মে দিবসও তায়
শ্রমিক কেবল শ্রমিকই তায় শ্রমের মূল্য নাই।
মধ্যস্বত্ব ফটকাবাজি বাজার কেবল তাদের
শ্রমিক কেবল ফসকাগেরো খুলতে থাকে ফাঁদের।
গণতন্ত্র সমাজতন্ত ধর্মমন্ত্র তন্ত্র মন্ত্রের খেলা
ধনীর কেবল বাড়ে ধন শ্রমিক ঠেলে ঠেলা।
ঠেলা গাড়ী ঠেলতে ঠেলতে ঘাম শুকিয়ে নোনা
মজুরীটা গুনতে গিয়ে মরা মাছের পোনা।
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন