- অধীকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৬, ০২:২৬:৪৮ দুপুর

অধীকার আছে তবু পকেটে পয়সা নাই

গরীবের অধীকার দু'বেলা ভাত চাই।

অধীকার নাই তবু বড় বাবু ঘুষ খায়

খেয়ে বলে অমৃত দাও দেখি আরো চাই।

-

সভা করার অধীকার সবারই থাকা চাই

পায় তবে ঘোল খায় বিরোধী দলটাই

নির্বাচনের অধীকারে কমিশন আছে তায়

জাল ভোটে ভরে যায় বলে তারা দেখিনাই।

-

মৌলিক আধীকার আছে তবে কাছে নাই

কেউ কেউ বেশী পেয়ে খুশীতে নাচে তাই।

কেউ পায় কেউ খায় কেউ খোঁজে নাই নাই

জেনে রেখো অনধীকার চর্চায় লুট হয় দেশটাই।

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File