- শনিবার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৬, ১০:১৯:২৯ সকাল

আজ কাল নয় শনিবার এসো

সেদিন নাহয় একটু বেশীই বেসো

আজ রোববার

সেইদিন চাই কবিতার হালি

নইলে কিন্তু হবে গুড়েবালি

করে মুখ ভার

হয়ে যেতে পারে ঝগড়া আড়ি

গোমরা মুখে ফিরবে বাড়ি

দেখা হবেনা আর

বলে দিতে পারি টাটা বাইবাই

তোমার সাথে আমি আর নাই

পথ যার যার

অন্য পথে অন্যভাবে এসো

অন্য কাউকে আবার ভালোবেসো

কাল সোমবার

হাতে আছে আরো কিছু সময়

শনিবার এসো তার আগে নয়।

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367464
২৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৯ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৫
304865
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
367468
২৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : সবমিলিয়ে ভালো লাগলো।
২৯ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৫
304866
বাকপ্রবাস লিখেছেন : না লাগলে খবর আছে হরতাল ডাইকা দিমু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File