- স্বপ্না রত্না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ এপ্রিল, ২০১৬, ০৩:৫৩:৩৫ দুপুর
স্বপ্ন সবার স্বপ্না
স্বপ্নার স্বপ্ন কার না ?
যায় হেলে
আসে দুলে
রিক্সায় চড়ে কার না।
-
স্বপ্নার বোন রত্না
লম্বা তবে বক না
মোটা নয় শুকনা
রবিন্দ্র গায় রক না
মনটা খোলা লক না।
বিষয়: বিবিধ
৮২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ তো তারে চায় না
হিংসা যে তার যায় না
তার বোন যে স্বপ্না
একটু বেশী স্বপ্না
বিপজ্জনক রত্না
খোলা মনের ঢাকনা-
ঢাকনা থাকতে চায়না
মন্তব্য করতে লগইন করুন