- সিরিয়াল এবং পার্শ্বপ্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ এপ্রিল, ২০১৬, ০১:০৫:৩২ দুপুর
স্কুলে যাবেনা চোখে ঘুম লেগে আছে
মাছটাও খাবেনা কাটার ভয় আছে
বড় সে হবেনা সংসারে প্যাচ আছে।
সিরিয়াল দেখে দেখে টুম্পা পেকে গেছে
কার সাথে কার প্রেম পরকিয়া শিখে গেছে
শ্বাশুড়ির চালাকি ছোট বউ জেনে গেছে।
কিছুইতো শেখায়না তবুও পপুলার
হিংসা বিদ্বেষ লেগে আছে রেগুলার
সমাজে অশান্তি বেড়ে আছে বেশুমার।
বউঝির ঘুম নেই সিলিয়াল মিস হলে
লাজশরম বোধ নেই প্রকাশ্যে কিস হলে
কে শুনে কার কথা সবইতো যায় জলে।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নষ্ট হচ্ছে দেশের হাল।
মন্তব্য করতে লগইন করুন