- বিচার (একটা হত্যা রহস্য উন্মোচনের ছড়া)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ এপ্রিল, ২০১৬, ০১:৩৮:২০ দুপুর
ইঁদুর মেরেছে বিড়াল অপরাধ গুরুতর
পালাবার পথ নেই তায় ভয়ে জড়সড়।
বানর এসে লেজ ধরে করে নড়াচড়া
শিয়ালের শখ হলো শুনবে সে ছড়া।
হাসাহাসি শোরগোল বনের লতাপাতা
কড়কড়ে রোদ তবু ব্যাঙের মাথায় ছাতা।
ঘুম থেকে উঠে এলো বনের রাজা বাঘ
কিসের এতো শোরগোল চড়ে মাথায় রাগ।
বিড়ালটা দেখায় দেখো পাছা কেনো লাল
পুচকে ইঁদুর কামড়ে দিয়ে তুলে নিল ছাল।
বিচারটা চাই হুজুর কাঁদে বিড়াল কাঁদে
বাঘ বলে হারামজাদা ইঁদুর মারো ফাঁদে?
বল কোথায় সিঁদ কেটে দিয়েছিলি পাছা
মিথ্যা যদি বলবি আজ নাই তোর বাঁচা।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন