=-=-=-=- ঝড় -=-=-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ এপ্রিল, ২০১৬, ০৩:৫৫:২৭ দুপুর
পাখীটা আপন সূরে
সকালের মিষ্টি রোদে
গাইছিলো ঘুরে ঘুরে
হয়তো কারো অনুরোধে।
ডালের ঐ প্রান্তশেষে
আরেকটা পাখী ছিলো
দু'জনে ভালোবেসে
আবারো উড়াল দিলো।
-
দুপুরের রৌদ্র মাথায়
ছেলেদের স্কুল কামায়
খেলছিল যুদ্ধ খেলা
গুলতিতা লাগলো এসে
পাখীটার পাখনা ঘেসে
ভাসিল জীবন ভেলা।
বিষয়: বিবিধ
৭৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন