- হাস্নাহেনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০১:৩৩ দুপুর
পথ সুন্দর ঘাট সুন্দর
আরো সুন্দর গ্রাম
সেই গ্রামে থাকে কন্যা
কেমনে ভুলিতাম।
মরি হায় হায় রে।।
হাসি সুন্দর কাশি সুন্দর
আরো সুন্দর নাম
ফুলের নামে নামযে কন্যার
কেমনে ভুলিতাম।
মরি হায় হায় রে।।
রাত সুন্দর চাঁদ সুন্দর
সুন্দর ফুলের ঘ্রাণ
ফুলের ঘ্রাণে মাতাল ভ্রমর
হাস্নাহেনা নাম।
মরি হায় হায় রে।।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহা মরি মরি!
মজিলেন কবি
তাইনা দেখে প্রতিবেশী
ঘর ছাড়িলেন সবি।
মন্তব্য করতে লগইন করুন