অভিমান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ এপ্রিল, ২০১৬, ০৬:৩২:১১ সন্ধ্যা

দু'চোখ যেদিকে যায় রোজ চলে যাওয়া

সূর্যটা হেলতেই ফিরে আসা আবার

অমিলটা রয়ে গেছে চাওয়া আর পাওয়া

কতো রাত রাগ করে আধপেটে খাবার।

সময় গড়িয়ে যায় স্বপ্নেরা হারায় রঙ

পড়ে থাকে অভিমান ধরে তাতে জং।

-

অনেক গড়িয়েছে পানি অভিমানির চোখে

বুকে জমাট ব্যথাগুলো যেন পাথুরে পাহাড়

প্রেহমহীন নিষ্প্রাণ জড় শরীর সুখে অসুখে

ফুলহীন বাগানে ভ্রমর খোঁজেফেরে আহার।

অনিদ্রা ক্ষয়ে গেছে অপেক্ষার দিন গুণে

অসময়ে ফাগুণ আসে কোকিলের ডাকে

আহা প্রেম বয়ে গেছে সেই ডাক শুনে

উমামার মা লেপমুড়ে একা শুয়ে থাকে।

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365885
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৫
হাফেজ আহমেদ লিখেছেন : কবিতা ভাল লিখেছেন তবে সনেট হল কিভাবে?
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:১৭
303547
বাকপ্রবাস লিখেছেন : থ্যাংক্স কখনো লিখিনাই, নিয়মটা দেখে ঠিক করে নেব, উল্টা পাল্টা করে ফেলেছি, অপিসে বসে লিখলাম, তায় গুলিয়ে ফেলেছি
365886
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৯
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো । উমামার মা লেপমুড়ে একা শুয়ে থাকে।উমামার মা এই লাইনটি পড়লে অবশ্যই আপনাকে মিস কল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত Tongue Tongue Good Luck Good Luck
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:১৭
303548
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File