- আমার বউ বলেছে (প্যারডি)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ এপ্রিল, ২০১৬, ০২:০৬:১৩ দুপুর
আমার বউ বলেছে পান্তা খাবে
অন্য কিছু না খাবেনা
পান্তার সাথে মরিচ দেবো ইলিশ দেবনা।
বৈশাখীর ঐ রমনামূলে
সেজেগুজে খোলা চুলে
পেটিকোটে টান পড়েছে
কে টেনেছে দেখলনা
বউ আমার সহজ সরল দিয়না তাই যন্ত্রণা।
পান্তার সাথে মরিচ দেবো ইলিশ দেবনা।।
আমার বউ বলেছে ঢের হয়েছে
বটমূলে আর যাবেনা
সে মেলাতে সম্ভ্রম যায়
পান্তাভাতও আর খাবেনা
বউ আমার সহজ সরল দিলে কথা আর ফেলেনা।
গরম ভাতে ইলিশ দেবো পোড়া মরিচ আর দেবনা।।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাইতো পানতা খাই
রুটি ছাড়া খাইনি
তাতেই ভালো দেহ প্রাণ
মন্তব্য করতে লগইন করুন