- বউচিত্তে বৈশাখ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৬, ১২:২৮:২৫ দুপুর
বৈশাখে পুঁইশাকে এলার্জি গিন্নীর
ফেকাসে মুখটায় করে গেল বিড়বিড়।
ঐ দেখ বর্ষায় চোখ জোড়া ঘামছে
পাহাড়িয়া ঝর্ণা তরতরে নামছে।
ধার করে নিয়ে এলাম ইলিশের জোড়াটা
থলেটা ঝেরে দিয়ে টেনি নিলাম মোড়াটা।
নিমিষেই হাওয়া থমথমে পরিবেশ
চাপা ঠোটের হাসিটা লাগছিল আহ্ বেশ।
রাতে ভাত রেখে দিল পানি দিয়ে পানতা
রমনার বটমূলে সকলে খান তা।
গিন্নীও আজ ঘরে বৈশাখের শাড়ীতে
সেজেগুজে দিন পার ধার করা হাসিতে।
বিষয়: বিবিধ
১৪১১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হঠাৎ এই কবিতা মনে পড়ল
লিখেছেন বেশ দারুন রসিয়ে...
লিখাটা অনেক সুন্দর
ইসসস
এমন যদি করতে পারতাম
তাহলে ইচ্ছে মত বিচার হতো
আর , ভূনা মুরগীর গোস্ত খান , ইলিশের উপর চাপ কমান ।
করছে টলমল
শপিংয়ে যাবে সে।
করেছে বায়না
কেমনে করি না?
পকেটটা শূণ্য যে।
ধারদেনা অবশেষে
গিন্নী এবার হাসে
ভালো আমার স্বামী হে।
ধার দেনা ভুুলে যান
যা চায় কিনে দিন
প্রয়োজনে নেন ঋণ
ইমাম ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) এর বক্তব্য শুনুন,
“কাফেরদের তাদের উৎসবে সম্ভাষণ জানানো আলিমদের ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ। এটা কাউকে মদ খাওয়া বা খুন করা বা ব্যভিচার করায় সাধুবাদ জানানোর মতো। যাদের নিজের দ্বীনের প্রতি শ্রদ্ধাবোধ নেই, তারাই কেবল এ ধরনের ভুল করতে পারে। যে অন্যকে আল্লাহ্র অবাধ্যতা, বিদ’আত, অথবা কুফরীতে জড়ানোর কারণে শুভেচ্ছা জানাবে সে আল্লাহ্র ক্রোধ ও শাস্তির সামনে নিজেকে উন্মুক্ত করল”।হিন্দুয়ানী সংস্কৃতি থেকে নিজেকে বিরত রাখুন।
মন্তব্য করতে লগইন করুন