- সুমনা এবং ভল্লুকদল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ এপ্রিল, ২০১৬, ০২:৫০:৫৬ দুপুর
দেখো যদি ঝোঁপঝাড় সাবধানে থেকো
সেখানে ভল্লুক থাকে সেটা মনে রেখো।
পথে একা থাকো যদি হেটে যখন যাবে
ভল্লুকটা একা পেলে ঘাড় মটকাবে।
তবুও সুমনা
খেয়াল ছিলনা
না বুঝে মেয়টা কাঁধে ব্যাগ ঝুলে
আসি বলে চলে গেল দরজাটা খুলে।
পথে এসে রোধ করে ভল্লুক দল
চুল টেনে ছিড়ে বলে সাথে যাবি চল।
বাঁচাও চিৎকার
শুনলনা কেউ আর
সুমনা আসলনা সন্ধ্যার পর
বাবার মনে তখন শংকা আর ডর।
যা হবার তাই হলো পথের বাঁকে
সুমনারা হারিয়ে যায় ভল্লুকের ঝাঁকে।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন