মৃত্যুঞ্জয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ এপ্রিল, ২০১৬, ০১:২৫:১৮ দুপুর
পাখী ভাবে মুক্ত স্বাধীন যেইনা ডানা মেলে
গুলির শব্দ মিলে
গুলি ভাবে বাধ্য আমি হাকিম হুকুম পেলে
ট্রিগারে চাপ দিলে
মৃত্যু ভাবে বন্ধু আমার জগৎ সংসার ফেলে
চলো অচীন বিলে
কর্ম ভাবে স্বাক্ষী আমি আত্মা ফিরে এলে
কোথায় কেমন ছিলে
আত্মা ভাবে অমর আমি একবার জনম হলে
আমি খোদা মিলে।
বিষয়: বিবিধ
৭৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন