- সুমনার সংকল্প
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৬, ০৬:৩৬:০৪ সন্ধ্যা
সুমনা
দু'মনা
মাঝ পথে দাঁড়িয়ে
চার পথ
চার মত
দেয় হাত বাড়িয়ে।
চিকচিক
ঝিকমিক
দেখা যায় আলোটা
মতিভ্রম
বাড়ে ক্রম
বোঝা দায় ভালোটা।
একপা
দু'পা
ধীরে সে চলছে
ধূকধূক
করে বুক
সংকায় টলছে।
নানা চোখ
নানা মুখ
অভিযোগের ঝাপিটা
মাড়িয়ে
ছাড়িয়ে
খুঁজে সে চাবিটা।
যায় দিন
আসে দিন
কখনো যায় থমকে
তবুও সে
অনায়াসে
রুখে দেয় যমকে।
সমাজে
সবকাজে
বাঁধা সেতো থাকবেই
দৃঢ় পণ
করে মন
সমাজ টা জাগবেই।
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন