- শুয়োরকে শুয়োর বলতে চাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৬, ১১:৪১:৫৪ সকাল



কোথাও রাজনীতির গন্ধ পেলে আগের মতো আর বুকে টেনে নিইনা, এড়িয়ে চলি। তবে এটা রাজনীতি নয়, আমার গ্রাম বাঁশখালী, এখানে চালানো হয়েছে গণহত্যা। নিরব থাকা গেলনা। এখানে রাজনীতি নেই, মানুষগুলো তাদের জমিন আকড়ে ধরতে চেয়েছিল। পারেনি। ইষ্টইন্ডিয়া কোম্পানীর আদলে আসল এসআলম আর সরকার কোন আদলে আসলো সেটা বলতে ভয় আছে। আমরা সবাই আতংকে আছি চলতে বলতে।

রিজার্ভ থেকে নিজামী, কাজ হলোনা। আসলো তনু। কাজ অনেকটা গুটিয়ে আনা গেছে। টাকা ফেরত আসবে এমন বার্তা দিয়ে সবাইকে আশান্বিতও করা হচ্ছে। বিচার চাওয়ার অধীকার অবশ্য কারো নেই কারন ভোট দিয়েতো আর সরকার আনা হয়নি। এই গণহত্যাটা প্রয়োজন ছিলোনা। সবাইতো ধীরে শান্ত হয়ে আসছিল তবুও কেন পাখীর মতো মারতে হলো নীরিহ মানুষগুলোকে।

জানিনা পরিবেশবাদীরা এখানে লাশের গন্ধ পায় কিনা, জানিনা শাহবাগে মোমবাঁতি জ্বলবে কিনা, জানিনা বিশদল জানাজা পড়াবে কিনা, জানিনা আর কতো রক্তক্ষরণ হলে শান্ত হবে এই ভূমি।

রাজনীতির কথা উঠলেই সবাই ছি ছি করে। আমিও করছি। এটা রাজনীতি নয়, এটা নিরীহ মানুষগুলোর দু'বেলা ভাতের অধীকার, তাদের জমি আকড়ে ধরে রাখার অধীকার। এটা পরিবেশ রক্ষার অধীকার, এটা বেঁচে থাকার অধীকার, এটা মত প্রকাশের অধীকার, এটা বাকস্বাধীনতার অধীকার, এটা শুয়োরকে শুয়োর বলার অধীকার।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364667
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরিবেশ আর মানুষ থেকে যে এস আলম এর টাকার দাম বেশি।
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫৬
302594
বাকপ্রবাস লিখেছেন : ওদের এতো সাহস কি করে হয়? ওরাতো আর রাষ্ট্র না
364669
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:০৮
দ্য স্লেভ লিখেছেন : এস আলমের আর কত টাকা দরকার !!!এই গ্রুপের তো ডজন ডজন বিশাল সব ইন্ডাস্ট্রী রয়েছে
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫৭
302595
বাকপ্রবাস লিখেছেন : অর্থ হয়েছে এবার পাওয়ার চায়
364676
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৬
চেতনাবিলাস লিখেছেন : আসলেই এই নিষ্ঠুরতা ক্ষমার অযোগ্য |
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫৮
302596
বাকপ্রবাস লিখেছেন : পদে পদে পার পেয়ে যাচ্ছে বিচার কি হবে?
364681
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : দেশের জন্যই তো বিদ্যুত উৎপাদনের কাজ পেয়েছিল এস আলম গ্রুপ। রাষ্ট্রের এই কাজে বাঁধাদান করলে পুলিশের আর কিই বা করার আছে ?
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৬
302554
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : Traditional dialogue of bd politicians and so called media. Well said vaiya
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
302565
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই হতচ্ছাড়াকে নিয়ে আর পারা গেলো না!
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫৯
302597
বাকপ্রবাস লিখেছেন : গাজী সালাউদ্দিন লিখেছেন : এই হতচ্ছাড়াকে নিয়ে আর পারা গেলো না!Rolling on the Floor Rolling on the Floor
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৬
302631
আবু জান্নাত লিখেছেন : এমনিতেই কি আর হতভাগা???
364682
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته সকল আবেদন একক এলাহির কাছে.......।
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫৯
302598
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ ভরসার উপরই চলছে দেশ
364698
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৪
কুয়েত থেকে লিখেছেন : এস আলম বাবুর ভাগ্নে বলে কথা গোড়া কিন্তু এক জায়গায়। নিরিহদের মরাছাড়া কিই বা করার আছে..?মরতে যখন হবে এটা বেঁচে থাকার অধীকার, এটা মত প্রকাশের অধীকার, এটা বাকস্বাধীনতার অধীকার, এটা শুয়োরকে শুয়োর বলার অধীকার। লেখাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০৬ এপ্রিল ২০১৬ রাত ০৩:০০
302599
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও ধন্যবাদ
364703
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১০
আবু জান্নাত লিখেছেন : অধিকার বলতে কিছু নেই, জোর যার রাজ্য তার।
এদেরকে শুয়োর বললে শুয়োর কে কি বলবেন! শোয়োর তো আর অযথা মানুষ খুন করে নাহ।
০৬ এপ্রিল ২০১৬ রাত ০৩:০০
302600
বাকপ্রবাস লিখেছেন : ভাবছি শুয়োর এর প্রতি অবিচার করা হচ্ছে কিনা
364709
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৯
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হি হি হি

কি আজব!! Surprised

মানুষ ভালো
খেললে ও পশু হয়ে যায় Cool
আবার
মানুষ মন্দ কাজ করলে ও
সেই পশুরা ই বকা খায় Rolling on the Floor Rolling on the Floor Big Grin
০৬ এপ্রিল ২০১৬ রাত ০৩:০১
302601
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আাসসালাম,

তাইতো, পশুদেরই যেন সব দোষ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File