- অসম প্রেম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ এপ্রিল, ২০১৬, ০৮:৪৫:২০ রাত
প্রথম সঙ্গমে উড়ে যায় প্রেম
কে কাকে দিয়েছিলো কথা
পথে পথে ঘুরে মরে প্রেমিক শ্যাম
দিনে বাড়ে বুকের গহীন ব্যথা।
বোকা ছেলে রাত জাগে মিছে
চুম্বনে কম্পন তুলে বেহিসাবী বর
জীবন তুচ্ছ ভেবে মরিচিকার পিছে
হীমঘরে ঠাঁই নেয় প্রেমিক প্রবর।
অবশেষে ফুল আসে প্রথম চারাগাছে
স্মৃতিরা তলে যায় মরা সিন্ধুকে
অসম প্রেমগুলো আনাচে কানাচে
কোথায়যে হারিয়ে যায় জানেনা নিন্দুকে।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন