- মধ্যবিত্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মার্চ, ২০১৬, ০৫:৫০:১০ বিকাল
কিছু লোক গরীব আর
কিছু লোক ধনী
কিছু লোক মাঝপথে
দোটানার খনি।
কিছু লোক লোভী আর
কিছু দানবীর
কিছ লোক ডালেভাতে
যেন স্থবির।
কিছু লোক ভালো আর
কিছু আছে মন্দ
কিছু লোক থেকে ভালো
হারায় আবার ছন্দ।
কিছু লোক কপাল গুণে
কিছু আবার চেষ্টায়
কিছু লোকের হয়না তবু
থেকে যায় তেষ্টায়।
বিষয়: বিবিধ
৮২৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন