- মধ্যবিত্ত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মার্চ, ২০১৬, ০৫:৫০:১০ বিকাল

কিছু লোক গরীব আর

কিছু লোক ধনী

কিছু লোক মাঝপথে

দোটানার খনি।

কিছু লোক লোভী আর

কিছু দানবীর

কিছ লোক ডালেভাতে

যেন স্থবির।


কিছু লোক ভালো আর

কিছু আছে মন্দ

কিছু লোক থেকে ভালো

হারায় আবার ছন্দ।

কিছু লোক কপাল গুণে

কিছু আবার চেষ্টায়

কিছু লোকের হয়না তবু

থেকে যায় তেষ্টায়।

বিষয়: বিবিধ

৮২৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364038
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
301943
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও ধন্যবাদ
364047
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মধ্য পন্থা ওরফে মদ্যপন্থা!!
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
301945
বাকপ্রবাস লিখেছেন : খেতে মজা কোক ফানটা
364088
২৯ মার্চ ২০১৬ রাত ১০:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো লেগেছে Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File