- সাতকাহন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ মার্চ, ২০১৬, ০৬:০৭:০৭ সন্ধ্যা



সাতবছরে হয়না প্রেম যুবকের

সাতবছরে হয়না আশার ছুটি

সাতবছরেও ভাঙ্গেনা ঘুম দুদকের

সাতবছরে ত্রিশ হাজার কোটি।

ফাঁকা ফাঁকা লাগে সবই

মনে হয় সবকিছুই আজগুবি।।


সাত বছরে যায়না বোঝা মন

সাত বছরে দেয়না ধরা পাখী

সাত বছরে হয়না তবু সমন

সাত বছরে ফ্যাসিবাদের ঝাঁকি।

ফাঁকা ফাঁকা লাগে সবই

মনে হয় সবকিছুই আজগুবি।।


সাত বছরে ভেঙ্গে যায় ঘর

সাত বছরে অচেনা এক রূপ

সাত বছরে পরকিয়ার পর

অচেনা বাংলাদেশ নিরবতায় চুপ।

ফাঁকা ফাঁকা লাগে সবই

মনে হয় সবকিছুই আজগুবি।।

বিষয়: বিবিধ

৮৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363800
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১২
কুয়েত থেকে লিখেছেন : শিয়ালের মুরগী পাহারা ফাঁকা ফাঁকা লাগে সবই মনে হয় সবকিছুই আজগুবি। আপনারে ধন্যবাদ শিয়ালেরে মুরগী র্বগা দেওয়ার জন্য
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৭
301624
বাকপ্রবাস লিখেছেন : আসলে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়, বাট এসব হচ্ছে, এবং প্রথম দুইলাইন ব্যাক্তি জীবন পরের দুই লাইন রাষ্ট্রজীবন, চরম অনিয়ম আর ভালোবাসহীনে ব্যাক্তির কাছে জীবনটাই পানসা হয়ে আসে, তাই তার প্রকাশ আজগুবি শব্দটা দিযে, জীবনটা কেমন যেন ছন্নছাড়া, ব্যাক্তি এবং রাষ্ট্রিক জীবনের তালগোল আর পাওয়া যায়না..........
363802
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন :
সাত বছরে আসলোনা ঐ দিন
১৫ ই আগস্ট স্বাধীনতার দিন।
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
301630
বাকপ্রবাস লিখেছেন : রাষ্ট্রদ্রোহ মামলা খাবেন
তখন কিন্তু টের পাবেন
363825
২৭ মার্চ ২০১৬ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : গৌরী সেনের টাকা,
তহবীল কর ফাঁকা৷
২৭ মার্চ ২০১৬ রাত ০৮:৩১
301667
বাকপ্রবাস লিখেছেন : লুটে নে শালারপুট
রিজার্ভে আছে রাখা
363926
২৮ মার্চ ২০১৬ রাত ১১:০০
মো সারোয়ার হোসেন লিখেছেন : ধন্যবাদ
২৮ মার্চ ২০১৬ রাত ১১:২১
301870
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File