- সাতকাহন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ মার্চ, ২০১৬, ০৬:০৭:০৭ সন্ধ্যা
সাতবছরে হয়না প্রেম যুবকের
সাতবছরে হয়না আশার ছুটি
সাতবছরেও ভাঙ্গেনা ঘুম দুদকের
সাতবছরে ত্রিশ হাজার কোটি।
ফাঁকা ফাঁকা লাগে সবই
মনে হয় সবকিছুই আজগুবি।।
সাত বছরে যায়না বোঝা মন
সাত বছরে দেয়না ধরা পাখী
সাত বছরে হয়না তবু সমন
সাত বছরে ফ্যাসিবাদের ঝাঁকি।
ফাঁকা ফাঁকা লাগে সবই
মনে হয় সবকিছুই আজগুবি।।
সাত বছরে ভেঙ্গে যায় ঘর
সাত বছরে অচেনা এক রূপ
সাত বছরে পরকিয়ার পর
অচেনা বাংলাদেশ নিরবতায় চুপ।
ফাঁকা ফাঁকা লাগে সবই
মনে হয় সবকিছুই আজগুবি।।
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাত বছরে আসলোনা ঐ দিন
১৫ ই আগস্ট স্বাধীনতার দিন।
তখন কিন্তু টের পাবেন
তহবীল কর ফাঁকা৷
রিজার্ভে আছে রাখা
মন্তব্য করতে লগইন করুন