- হীরক রাজার দেশে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ মার্চ, ২০১৬, ০৭:৪১:৩২ সন্ধ্যা



তনু যখন যাচ্ছে ডুবে

আকড়ে ধরে পাতা

ঘন্টা পরে উঠলো ভেসে

বাড়লো লাশের খাতা।

দরজী বাড়ি গিয়েছিল

আনতে নতুন জামা

সেই জামাটার রক্তক্ষরণ

যায়নিতো আর থামা।


খাস জমিতেই পরগাছারা

গাছের ঘাড়ে বসে

কেমন করে গর্ব করে

ঘুরে বেড়ায় চষে!

দেখারতো কেউ নেই

নাইতো ভাবার কেউ

একটু পরেই খেলা শুরু

চার ছক্কার ঢেউ।


হীরক রাজার দেশে

কতো কিছুই হয়

একটা নাহয় তনু গেছে

তেমন কিছু নয়।

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363403
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:০১
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ মার্চ ২০১৬ রাত ০২:৪২
301319
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে খুুব করে ধন্যবাদ
363406
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:১৬
২৪ মার্চ ২০১৬ রাত ০২:৪৩
301320
বাকপ্রবাস লিখেছেন : কি করল বাংলাদেশ দুইটার রান নেয়া গেলনা
363412
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:২০
আফরা লিখেছেন : একটা একটা করতে করতে অনেক তনুই তো ডুবে গেল Thinking Thinking
২৪ মার্চ ২০১৬ রাত ০২:৪৪
301321
বাকপ্রবাস লিখেছেন : রাক্ষুসী সরকার
খুব করে দরকার
363421
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:৪১
শেখের পোলা লিখেছেন : জীবন আছে জীবন দেবে
জীবন দেওয়াই কাজ৷
তাই বলেকি আমরা তাতে
পাচ্ছি কভু লাজ!
আমরা হলাম রাণীর প্রজা
পুতুল মোদের রাণী৷
এমন করেই মরতে হবে,
আমরা গেছি জানি৷
২৪ মার্চ ২০১৬ রাত ০২:৪৪
301322
বাকপ্রবাস লিখেছেন : জয়বাংলা ছাড়া আর কিইবা বলার আছে
363433
২৩ মার্চ ২০১৬ রাত ০৯:১৩
অনেক পথ বাকি লিখেছেন : কষ্ট হয় এইসব নষ্ট সমাজে থাকতে । কবে যে আমরা ভালো হবো
২৪ মার্চ ২০১৬ রাত ০২:৪৫
301323
বাকপ্রবাস লিখেছেন : রাক্ষুসী সরকার থাকলে ভালোদের ভাত নাই
363437
২৩ মার্চ ২০১৬ রাত ১০:৪৩
আবু জান্নাত লিখেছেন : একে একে তো অনেক গেছে। এভাবে আর কত যাবে!
২৪ মার্চ ২০১৬ রাত ০২:৪৫
301324
বাকপ্রবাস লিখেছেন : দেখিনা কতো যায়
363454
২৪ মার্চ ২০১৬ রাত ০৩:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:৪৩
301343
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে খুব করে ধন্যবাদ
২৪ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৫
301363
দুষ্টু পোলা লিখেছেন : <:-P <:-P <:-P Happy>- Happy>-
363457
২৪ মার্চ ২০১৬ রাত ০৪:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিকার অর্থেই ভাল লাগ্লো।
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:৪৫
301344
বাকপ্রবাস লিখেছেন : প্রথমে বুঝতে পারিনি আমি যে লটকে আছি, কমেন্ট এর জোয়ার দেখে তাসকি খেয়েছিলাম।
363458
২৪ মার্চ ২০১৬ রাত ০৪:৩২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

স্টিকি পোস্টে অভিনন্দন এবং কিছু দিন ঝুলে থাকার শুভেচ্ছা গ্রহণ করুন।
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:৫৫
301348
বাকপ্রবাস লিখেছেন : প্রবেশ করেছি কমেন্ট এর জবাব দিতে কিন্তু ঝুলে থাকার বিষয়টা খেয়াল করিনি। মনে পড়ে গেল সোনার বাংলা ব্লগ এর কথা, সেখানে একবার ইচ্ছে হলো স্টিকি হবার মতো একটা ছড়া লিখবো, সফলও হয়েছিলাম,খুব আনন্দ দিয়েছিল ব্যাপারটা। টুডে ব্লগে স্টিকি হবে এটা মাথায় ছিলনা, কারন এখানে একটা স্টিকি হলে অনেকদিন থেকে যায়, তার উপর কবিতা ষ্টিকি হবে সেটাতো ভাবতেই পারিনি, যাই হোক, সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
১০
363464
২৪ মার্চ ২০১৬ সকাল ০৭:২২
মোঃআয়নাল হক লিখেছেন : বাস্তবসমত কথা
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:৫৬
301349
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন এবং সকলের বিবেক জাগ্রত হোক, তনু বোনরা যেন সুস্থ স্বাধীন ভাবে বেঁচে থাকতে পারে
১১
363467
২৪ মার্চ ২০১৬ সকাল ০৮:২০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু, ছড়া বা কবিতা হচ্ছে অল্প কথায় বড় ভাব প্রকাশের মাধ্যম! প্রতিবাদী সুরে সুন্দর ভাব তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

সাথে স্টিকি পোস্টে অভিনন্দন।
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:৫৭
301350
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও খুব করে ধন্যবাদ
১২
363468
২৪ মার্চ ২০১৬ সকাল ০৯:০৬
আল সাঈদ লিখেছেন : নরপিচাশদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:৫৮
301351
বাকপ্রবাস লিখেছেন : বৈশাখীতে এক বোনের কাপড় টেনে ছিড়ে উল্লাস করেছে, আর মন্ত্রী বলেছে এটা তেমন কিছুনা, সভ্য দেশে আরো বেশী হয়। এবার বুঝোন, তনুরটা ব্যাপারইনা, সেনা অধ্যুশিক এলাকায় হয়েছে, আমাদের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে!
১৩
363473
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সময়োপযোগী স্টিকি। মডারেটরকে ধন্যবাদ, কবিকেও। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose

তনু হত্যার বিচার চাই।
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:১২
301354
বাকপ্রবাস লিখেছেন : তনু আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন, হিজাব করে সংস্কৃকি চর্চা করা যায় এবং এটাই বাংলা সংস্কৃতি, সেটা যেন শাহবাগীরা বুঝতে পারে
১৪
363477
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:১৬
জাইদী রেজা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:১২
301355
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ নেবেন
১৫
363485
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:৫২
আল সাঈদ লিখেছেন : অন্যায়কে আমরাই মাথা পেতে নিয়েছি তাই এধরনের অন্যায় বার বার হচ্ছে। কিছু করতে হবে।
২৪ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫০
301364
বাকপ্রবাস লিখেছেন : যেখানে বিরোধী দলকেই হাওয়া করে দেয় আর দালালরা পদে পদে সেখানে প্রতিবাদটা খুব কঠিন, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে
১৬
363490
২৪ মার্চ ২০১৬ দুপুর ০২:১২
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনার কবিতা পড়ে মনে হল কবিতার সেই প্রতিবাদের ভাষা আবার চালু হোক । একটা সময় ছিল কবিতাই ছিল প্রতিবাদের ভাষা যে জায়গাটা এখন করে নিয়েছে মতামত কলাম, সম্পাদকীয়
২৪ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫১
301365
বাকপ্রবাস লিখেছেন : আমার লিখার মানটা উন্নত নয়, তবে চেষ্টা থাকে সবসময়, এবং আপনাকে ধন্যবাদ
১৭
363491
২৪ মার্চ ২০১৬ দুপুর ০৩:১২
আজাদ আরিফ লিখেছেন : মন ছুঁয়ে গেলো...
২৪ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫১
301366
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে ধন্যবাদ
১৮
363495
২৪ মার্চ ২০১৬ বিকাল ০৫:২৩
কুয়েত থেকে লিখেছেন : ষ্টিকি হওয়ার জন্য মোবারকবাদ ভালো লাগলো।হীরক রাজার দেশে কতো কিছুই হয় একটা নাহয় তনু গেছে তেমন কিছু নয়। ধন্যবাদ আপনাকে
২৪ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪০
301367
বাকপ্রবাস লিখেছেন : ষ্টিকির ব্যাপারটাতে অবাক হলাম এবং ভালো লাগলো এজন্য সমসাময়িক বিষয়টাকে গুরুত্ব দেয়া হয়েছে, মাঝের মধ্যে সমসাময়িক বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়
১৯
363508
২৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
আশাবাদী যুবক লিখেছেন : ওদের কাছে একটা নয়, হাজারটা তনুও কিছু না ৷
শুধু ক্ষমতাই সব ৷
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৩৩
301448
বাকপ্রবাস লিখেছেন : আশাবাদী যুবক এর হতাশাবাদী কমেন্ট হা হা হা
২০
363528
২৪ মার্চ ২০১৬ রাত ১০:৪৭
মোঃ আবু তাহের লিখেছেন : হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে! মনে হচ্ছে কিছু একটা করতে হবে বা করা দরকার। কিন্তু কি করবো আর কিই বা করতে হবে সেটা বুঝে উঠতে পারছি না।
যখন শুনলাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনু নিজের পড়ালেখার টাকা জোগার করতে গিয়ে ধর্ষনের সাথে সাথে নির্মমভাবে খুন হয়েছেন তখন আর নিজেকে কোনভাবেই শান্তনা দিতে পারলাম না।নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে।
এই তনুর জন্য আমরা কিই বা করতে পারবো, একটু লেখা লেখি আর না হয় কয়েকদিন একটু আধটু চিল্লা-চিল্লি তারপর সব শেষ। তনু মরে গিয়ে বেঁচে গেছে আর আমরা বেঁচে থেকে মরে যাব, কোন কথা বা প্রতিকারের বিষয়ে ঐক্যবদ্ধ কোন কাজ করবো না। এভাবে চলতেই আছে আর চলতেই থাকবে!
কেন আজকে এমন ঘটনাগুলো ঘটছে? আমার তো মনে হয় এসব ঘটনা ঘটার পিছনে অন্যতম কারন হলো দৃষ্টান্তমূলোক কোন শাস্তির ব্যবস্থ না থাকা। কেউ কেউ বলবেন আইন তো আছে। আমি বলি ‘‘আইন’’’ বলে যেই শব্দটার সাথে আমরা পরিচিত সেটা শুধু গরীব বা অসহায়দের বেলায় প্রযোজ্য অন্যদের বেলায় নয়। আপনার ক্ষমতা আছে, শক্তি সামর্থ আছে তো ঠিক আছে আইন আপনার সাথে থাকবে তাছাড়া আপনার সাথে থেকে লাভ কি!
কিছুদিন আগে ডা. মাহজাবিন তার শ্বশুর বাড়িতে খুন হলেন, কিন্তু যারা খুনের সাথে জড়িত তারা অর্থের জোরে বুক ফুলিয়েই ঘুরে বেড়াচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যে খুনিরা খুন করে আবার সেই ভিক্টিমদেরকেই হুমকি-ধমকি দিয়ে নাস্তানাবুদ করছে।
আজ যদি ‘তনু’কে বোন ধরে কাউকে জিজ্ঞাসা করি যে, সে যদি আপনার বোন হতো তাহলে আপনি সেই ধর্ষক আর খুনির কি শাস্তি আশা করতেন তাহলে হয়তো আপনি চোখ বন্ধ কর জবাব দিবেন ‘মৃত্যুদন্ড’। কিন্তু আপনার আশা কি আদৌ পুরণ হচ্ছে বা হবে, বলবেন হয়তো তেমন আশা আমি করি না!
বর্তমান সরকার চল্লিশ-পঞ্চাশ বছর আগে কে বা কারা ধর্ষন করেছে কি না তা প্রমান করার জন্য ব্যস্ত হয়ে পুরো সময়টা সেদিকে দিচ্ছে শুধু প্রতিহিংসা বশেই। অথচ বর্তমানে ঘটিত কোন ধর্ষন বা খুনের দৃষ্টান্তমূলোক বিচার-সাজা হচ্ছে না বা করছেন না।
সরকার যদি এসব কাজের উপযুক্ত বিচার না করেন তাহলে ‘আমার’ মতো ‘তনু’র ভায়েরা নিকট ভবিষ্যতে আইনকে নিজের হাতে তুলে নিতে এতটুকুও দ্বিধা করবে বলে মনে হয় না। আইনকে যেন নিজের হাতে তুলে নিতে না হয় সেই বিষয়ে গ্যারান্টি দেওয়ার দায়িত্ব সরকারেরই। আশা করি সঠিক সময়ে সঠিক বিষয়টা সরকার বাহাদুর বুঝতে পারবেন।
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৩৫
301449
বাকপ্রবাস লিখেছেন : এই সরকারের কাছে কিছু প্রত্যাশা করা যায়না, সব জায়গায় তারা দলীয়করণ করে ফেলেছে, সেনাবাহিনীতে ছাত্রলীগ ঢুকে গেলে এমন ঘটনা নিত্যদিনের ব্যাপার হবে
২১
363530
২৪ মার্চ ২০১৬ রাত ১১:০৩
আবু তাহের মিয়াজী লিখেছেন :
হায়রে পাষাণ নিষ্টুর পাষাণ
ধর্ষণ করলি ঝারা
নর পশুর তাণ্ডব লীলায়
হৃদয়ে আনলি খরা।

তনুর অনেক স্বপ্ন ছিল
ছিল অনেক আশা
মানুষ নামের পশু হয়ে
করলি সর্বনাশা।

এইভাবে আর কত তনু
হবে সর্বনাশ
থাকতে সময় গর্জে উঠো
বাঁচাতে বাংলাদেশ।
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৩৬
301450
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর কমেন্ট
২২
363546
২৫ মার্চ ২০১৬ সকাল ১০:০৭
আরাফাত হোসাইন লিখেছেন : দড়ি ধরে মার টান রাজা হবে খান খান
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৩৬
301451
বাকপ্রবাস লিখেছেন : সেই রাজা চাইনা
সে রাজা হায়না
২৩
363558
২৫ মার্চ ২০১৬ সকাল ১১:৫৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঘুণে ধরাএই সমাজের ২/১জন তনুর খবরে শিউরে উঠছি! অজান্তে আরো কত তনুরা ঝরে পড়ছে। ধন্যবাদ।
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৩৭
301452
বাকপ্রবাস লিখেছেন : সরকার এসব দেখবেনা, তাদের চায় ক্ষমতা
২৪
363586
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওদের কাছে মানুষের জীবনের কোনই মূল্য নেই।
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৩৭
301453
বাকপ্রবাস লিখেছেন : লগীবৈঠার সরকার তারা মানুষ মেরে পিষতেই অভ্যস্থ
২৫
363711
২৬ মার্চ ২০১৬ রাত ০৮:৩০
চেতনাবিলাস লিখেছেন : এরকম হাজারো তনু লাশ হলেও আমাদের কিছু যায় আসেনা | আমরা তো ঢাকা শহর ফ্লাইওভার আর হাতির ঝিল এর ঝিলিক দিয়ে ঢাকা দেখি। সেই সাথে দেখি ক্রিকেটারদের শনৈঃ শনৈঃ উন্নতি | এসব লাশ কি আমাদের উন্নয়নের জোয়ার থামাতে পারে?
সত্য কথায় রচিত কবিতার জন্য ধন্যবাদ |
২৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪৪
301518
বাকপ্রবাস লিখেছেন : চেতনাবিলাস আর কি
২৬
363797
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০২
মনসুর আহামেদ লিখেছেন : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু!!
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
301622
বাকপ্রবাস লিখেছেন : হুম
২৭
363814
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হীরক রাজা ভগবান
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
301646
বাকপ্রবাস লিখেছেন : লেন্জা ধইরা মারো টান
২৮
363887
২৮ মার্চ ২০১৬ সকাল ১০:৩৩
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

সুদখোর, ঘুসখোর, লোভী, মিথ্যাচারী জনগোষ্ঠি কখনো অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করতে পারে না, করেও না, . . . !!

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৮ মার্চ ২০১৬ সকাল ১১:৪২
301777
বাকপ্রবাস লিখেছেন : আমীন
২৯
363910
২৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
হারেছ উদ্দিন লিখেছেন : দুষ্ট ছেলেরা একটু আমোদ ফুর্তি করতে গেয়ে এমন টা এমনটা হয়ে এই আর কি।
২৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
301835
বাকপ্রবাস লিখেছেন : জি, দেশটাতো আমোদ ফূর্তিরই অভয়রান্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File