- খোকার প্রত্যাবর্তন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ মার্চ, ২০১৬, ০৪:২৪:৩৭ বিকাল
খোকা আবার আসলো ফিরে
এই ধরাধামে
কেউ জানেনা কোথায় ছিল
কোন রাজকামে।
মা জননীর মুখে হাসি
সেটাই বড় পাওয়া
কোথায় ছিলি বলনা খোকা
কোথায় নাওয়া খাওয়া?
গিয়েছিলাম অচিন গ্রহে
দেখে এলাম নিজে
দেখতে পেলাম ইলায়াস আলী
কষ্টে আছে কিযে।
না না বাপু মুখ খুলিশনা
যা দেখেছিস ভুল
সাগর রুনি খুন হয়েছে
নড়েনি কারো চুল।
তুমিই বলো মা জননী
কেমনে হবে ভোর?
যার জন্য করি চুরি
সেই বলে চোর।
ওসব ভেবে কাজ নেই আর
ঘুমিয়ে থাকো খোকা
দেশের ভাবনা ভাবছে যারা
নাম্বার ওয়ান বোকা।
দেশকি আছে আগের মতো
সত্য বলা যায়?
তারচে বরং চুপটি করে
ঘুমিয়ে থাকবি আয়।
খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে
বুলবুলিরা ধান খেয়ে যায়
টুনটুনিরা যায় ফেঁসে।
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন