নির্বাচনিক ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৬, ০৭:৪৫:৩৩ সন্ধ্যা
জাল হোক আর টাল হোক
ভোট কিন্তু সুষ্ঠ
পিক করে হেসে বেলে
সিইসি দুষ্ট।
কিছু লোক আহত
আর কিছু মরেছে
নির্বাচনে এলে কেন
কে আসতে বলেছে?
ব্যালেট বাক্স ছিনতায়
জাল ভোটে ভরা
তাতে কি যায় আসে
লিখ যদি ছড়া।
দিন শেষে ঘোষণা
সরকারী দল জয়
ফলাফল সেট করা
নতুন কিছু নয়।
আমার ভাই তোমার ভাই
রাকিব ভাই সিইসি
ছোট বড় সবাই মিলে
হাসি মুখে দেয় ইসি।
বিষয়: বিবিধ
৯০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন