- মোহ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৬, ০৩:৫১:৩৮ দুপুর
নাচাইতেই হেসে দিল
চুলের সাথে আঙ্গুলের হয়েছিল সখ্য
ঘেসতেই কেশে দিল
তুমুল উত্তেজনায় কেঁপেছিল বক্ষ।
সকলেই গেছে চলে
রয়ে গেল সন্ধ্যার সুখতারা
কেন্দ্রস্থলে
ঘুরপাক খায় অপ্সরা।
নাচাইতেই গেল চলে
ইশারায় নেচেছিল পাপড়ি
ভেবেনিলাম কৌশলে
মোহমায়া আগুণেরই লাকড়ি।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন