- সাদিয়া (২)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মার্চ, ২০১৬, ০১:২৭:৩৬ দুপুর
রিং পড়ে ধরেনা
ধরে কথা বলেনা
ভাবে বসে জুনায়েদ সিগারেট টান দিয়া
সাদিয়া।
হ্যালো হ্যালো কথা বলো
হঠাৎ আবার কি হলো
এ কেমন ছেলেখেলা নিশ্চুপ মন দিয়া
সাদিয়া।
যায় দিন যায়না
মুখে নিয়ে খায়না
ছেলেটা ঘুরে বেড়ায় লিখাপড়া বাদ দিয়া
সাদিয়া।
ছেলেটার কষ্টে
ফলাফল নষ্টে
গাজাটাও ধরেছে দেবদাস ভাব নিয়া
সাদিয়া।
কতো প্রেম এলগেল
জুনায়েদ ফেঁসে গেল
সাথে বর ডেনমার্ক টাটা বাই দিয়া
সাদিয়া।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন