- হ্যাপীচ্ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মার্চ, ২০১৬, ০৩:৪১:০৬ দুপুর

অর্থমন্ত্রী আনহ্যাপী

হ্যাপী নই আমরা কেউ

রুবেল হ্যাপী ফিরলে খেলায়

হ্যাপীর মনে বিশাল ঢেউ।

আতিউর হ্যাপী কাটলে ফাঁড়া

হ্যাপী হতে আমরাও চাই

রিজার্ভ ব্যাংকে ফুটো হলে

হ্যাপী কি আর থাকা যায়!


খালেদা হ্যাপী পুত্র পেলে

হাসিনা হ্যাপী আইটি জয়

দুইটা হ্যাপী এক হলে

দেশের তবে মঙ্গল হয়।

হ্যাপী কেন আনহ্যাপী

আসুন করি হ্যাপীর চাষ

টুটে হ্যাপী শিক্ষামন্ত্রীর

প্রশ্নপত্র হলে ফাঁষ।


এরশাদ হ্যাপী হাসপাতালে

হ্যাপীর সেবা উষ্ণ খুব

রাকিব খুশী নির্বাচনে

মিডিয়া যখন থাকেন চুপ।

হায়রে হ্যাপীর রকম সকম

আসলে তা বোঝা দায়

সুশীল কুশীল হইনা যেমন

হ্যাপী কিন্তু হতে চাই।

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362427
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৫:১১
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো আপনার চ্ছড়া অর্থমন্ত্রী আনহ্যাপী, হ্যাপী নই আমরা কেউ ধন্যবাদ আপনাকে
১৫ মার্চ ২০১৬ রাত ০৩:২০
300412
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে ধন্যবাদ
362437
১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যায় ক্ষেপি!!!
১৫ মার্চ ২০১৬ রাত ০৩:২০
300413
বাকপ্রবাস লিখেছেন : কেনো গোTongue
362468
১৪ মার্চ ২০১৬ রাত ০৯:৫৮
শেখের পোলা লিখেছেন : অমুক হ্যাপী তমুক হ্যাপী,
আমার মাঝেই হ্যাপী নাই,
কোন বাজারে হ্যাপী মিলে,
ঠিকানাটা জানতে চাই৷
১৫ মার্চ ২০১৬ রাত ০৩:২১
300414
বাকপ্রবাস লিখেছেন : কেজী দরে হ্যাপী বেঁচে
অমুক বাবার মাঝারে
সেথায় গেলে হ্যাপী পাবেন
বাজাও ঢোলক বাজারে
১৫ মার্চ ২০১৬ রাত ০৩:৩৩
300421
শেখের পোলা লিখেছেন : সেথায় নাকি হ্যাপী সবাই,
গঞ্জিকার এক টানে,
সেই হ্যাপিনেস চাইনা আমি,
ধরছি দুটি কানে৷
১৫ মার্চ ২০১৬ সকাল ১১:১৭
300438
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File