- হ্যাপীচ্ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মার্চ, ২০১৬, ০৩:৪১:০৬ দুপুর
অর্থমন্ত্রী আনহ্যাপী
হ্যাপী নই আমরা কেউ
রুবেল হ্যাপী ফিরলে খেলায়
হ্যাপীর মনে বিশাল ঢেউ।
আতিউর হ্যাপী কাটলে ফাঁড়া
হ্যাপী হতে আমরাও চাই
রিজার্ভ ব্যাংকে ফুটো হলে
হ্যাপী কি আর থাকা যায়!
খালেদা হ্যাপী পুত্র পেলে
হাসিনা হ্যাপী আইটি জয়
দুইটা হ্যাপী এক হলে
দেশের তবে মঙ্গল হয়।
হ্যাপী কেন আনহ্যাপী
আসুন করি হ্যাপীর চাষ
টুটে হ্যাপী শিক্ষামন্ত্রীর
প্রশ্নপত্র হলে ফাঁষ।
এরশাদ হ্যাপী হাসপাতালে
হ্যাপীর সেবা উষ্ণ খুব
রাকিব খুশী নির্বাচনে
মিডিয়া যখন থাকেন চুপ।
হায়রে হ্যাপীর রকম সকম
আসলে তা বোঝা দায়
সুশীল কুশীল হইনা যেমন
হ্যাপী কিন্তু হতে চাই।
বিষয়: বিবিধ
৯০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মাঝেই হ্যাপী নাই,
কোন বাজারে হ্যাপী মিলে,
ঠিকানাটা জানতে চাই৷
অমুক বাবার মাঝারে
সেথায় গেলে হ্যাপী পাবেন
বাজাও ঢোলক বাজারে
গঞ্জিকার এক টানে,
সেই হ্যাপিনেস চাইনা আমি,
ধরছি দুটি কানে৷
মন্তব্য করতে লগইন করুন