এ আর তেমন কি!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মার্চ, ২০১৬, ০৭:০২:৫৩ সন্ধ্যা
রিজার্ভ ব্যাংকে অনেক টাকা
একটু গেলে নাই ক্ষতি
তোমরা মিছে হন্য হয়ে
বন্য ক্ষোভে দাও যতি।
শেয়ার বাজার ঋণ খেলাপি
এসব ছিলো লোকাল বাস
দেখবে কেমন সামলে নেব
এবারও ঠিক হবো পাশ।
বারাকাতের গবেষণায়
আসবে ওঠে রাজাকার
তারাইতো হ্যাক করেছে
নাহয় কে, করবে আর!
শাহাবাগে জমবে মেলা
হ্যাকরাজাকার ফাঁসী চাই
গোটা চারেক খাসী এনে
নাদুষ নুদুষ ধর এটাই।
তবুও যারা রিজার্ভ ব্যাংকের
দেখবে সেই ফুটোটা
বুঝবে মজা ধরে এনে
মারবো যখন পুটু টা।
বিষয়: বিবিধ
৯৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না হয় কিছু নিয়েছি,
দেশটাকেতো স্বাধীন করে,
তোদের হাতেই দিয়েছি৷
আহা উহু করবি যদি,
আঙ্গুল খানা বাঁকাবো,
সেই আঙ্গুলে ঘি এনে তাই,
তোদের চোখে ঠেকাবো৷
মন্তব্য করতে লগইন করুন