- বৃষ্টি পড়ছে পড়ুক আজ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মার্চ, ২০১৬, ০৩:৩৪:৪৬ দুপুর



বৃষ্টি পড়ছে পড়ুক আজ

গুটিয়ে রাখি হাতের কাজ

আজকে আমি মহা রাজ

গুড়ম গাড়ুম পড়ুক বাজ।

আজ হয়ে যাক অপিষ কামায়

বুঝিয়ে দেবো ছুতা নাতায়

বলব ভীষণ জ্বর ছিলো তায়

রুচির অভাব না খেতে পায়।


আজ হবেনা দিনের বাজার

দিক না দিক নাস্তা খাবার

বাথরুম সেরে ঘুমাবো আবার

যাক চলে যাক যেথায় যাবার।

বউ চলে যাক রাগ করে

কন্যা টানুক হাত ধরে

আজকে আমি বদ্ধ ঘরে

বৃষ্টি পড়ুক চালের পরে।


বৃষ্টি পড়ছে পড়ুক আজ

আজ হবেনা কোন কাজ

আজকে আমি মহা রাজ

ছড়ায় ছড়ায় ছন্দবাজ।

বিষয়: বিবিধ

৯৬৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361960
০৯ মার্চ ২০১৬ বিকাল ০৫:২২
আনিস১৩ লিখেছেন : "Chora" khub bhalo hoyece.

You are genius. Did you publish any book at all?
০৯ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৯
299940
বাকপ্রবাস লিখেছেন : Crying না, সাহসে কুলায়নাTongue Tongue Tongue সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু পুলকিত অনুভব করছি
361971
০৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বউ চলে যাক রাগ করে
ভাবি যদি কথাটা শুনতে পায় তাহলে আপনার কপালে দু:খ আছে।
361974
০৯ মার্চ ২০১৬ রাত ০৮:০৪
আফরা লিখেছেন : কোন কিছু না করা লাগলে তো ভালই আসুক বৃষ্টি আরো জোরে -------
361976
০৯ মার্চ ২০১৬ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : বেশ বেশ, তাই হোক৷
361987
০৯ মার্চ ২০১৬ রাত ০৯:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটু বৃষ্টি যদি পড়ত....
362003
১০ মার্চ ২০১৬ রাত ০১:৫৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

আমাদের এখানে টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে, বাইরে বের হলে একটু অসুবিধা ছাড়া বৃষ্টিমুখর দিন-রাত ভালোই লাগছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File