- নারী দিবসে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৬, ০৩:১৯:৪৫ দুপুর
থলে নাও বাজারে যাও
আসবে তাড়াতাড়ি
নারী দিবস শুরু হলো
খেয়ে ঝাড়াঝাড়ি।
কি বলেছি কি এনেছো
খাসির মাংস নাই
নারী দিবস ভুলেই গেছি
ভালো খাবার চাই।
সেজেগুজে গেলো চলে
হনহন হন করে
সভা সেমিনার আজ সারাদিন
রইলাম আমি ঘরে।
সন্ধ্যে বেলা আসলো ফিরে
মুখটা করে ভার
আমায় ছাড়া একলা কোথাও
যাবেনা সে আর।
গলির মুখে অন্ধকারে
হয়ে গেছে ছিনতায়
নারী দিবসে বুঝল গিন্নী
একলা চলা দায়।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভাল লাগলো, ধন্যবাদ আপানকে
দেখারতো কেহনেই
সকালে আমি ও একটা এস এম এস পেয়েছি মোবাইল কোম্পানী থেকে নারী দিবস উপলক্ষে ।
আমি নাকি বউ বাচ্চার খবর নিইনা, তাই ওই লাইনটা দিয়ে স্টার্ট করেছে, নারী দিবস বলে কথা
হাসিনারই বাল
আজ বুঝলিনারে তুই বলদ
বুঝবি তবে কাল।
মন্তব্য করতে লগইন করুন