- নারী দিবসে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৬, ০৩:১৯:৪৫ দুপুর



থলে নাও বাজারে যাও

আসবে তাড়াতাড়ি

নারী দিবস শুরু হলো

খেয়ে ঝাড়াঝাড়ি।

কি বলেছি কি এনেছো

খাসির মাংস নাই

নারী দিবস ভুলেই গেছি

ভালো খাবার চাই।


সেজেগুজে গেলো চলে

হনহন হন করে

সভা সেমিনার আজ সারাদিন

রইলাম আমি ঘরে।

সন্ধ্যে বেলা আসলো ফিরে

মুখটা করে ভার

আমায় ছাড়া একলা কোথাও

যাবেনা সে আর।


গলির মুখে অন্ধকারে

হয়ে গেছে ছিনতায়

নারী দিবসে বুঝল গিন্নী

একলা চলা দায়।

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361800
০৮ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাথে গেলেও কি আর ছিনতাই থেকে বাচত!!!
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
299825
বাকপ্রবাস লিখেছেন : এইটা প্রতিকি ছিনতায়, অন্ধকারে নারীর হারানোর অনেক কিছু থাকে, তাই অতি লাফালাফি ভালোনা, সভা সেমিনার শেষ হইলেই আয়োজকরাও মজা লুটতে পারেTongue Crying
361814
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : গিন্নী ছিনতাই হয়ে গেলে ভাল হতো, বেচারা নতুন গিন্নী পাইতো।
খুব ভাল লাগলো, ধন্যবাদ আপানকে
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
299826
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue হা হা হা গিন্নী হুনলে আপনিও শেষ আমিও শেষ কিল একটাও মাটিতে পড়বেনাRolling on the Floor Rolling on the Floor
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২০
299827
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা, ভাই গিন্নীকে ব্লগে একসেস দেওয়া হয়নি...
361816
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : ছিনতাই এখন অহরহ
দেখারতো কেহনেই
০৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
299828
বাকপ্রবাস লিখেছেন : Tongue Crying Tongue Winking Happy
361840
০৮ মার্চ ২০১৬ রাত ০৮:৫১
আফরা লিখেছেন : এইটা কোন ছড়া হল নারী দিবসে নারীদের অপমান !! Crying Crying Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rose Rose

সকালে আমি ও একটা এস এম এস পেয়েছি মোবাইল কোম্পানী থেকে নারী দিবস উপলক্ষে ।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:১৮
299856
বাকপ্রবাস লিখেছেন : আমিও পাইলাম একটু আগে ফেবুতে ইনবক্স করেছে, Oi ki apnr bou bacha ache...

আমি নাকি বউ বাচ্চার খবর নিইনা, তাই ওই লাইনটা দিয়ে স্টার্ট করেছে, নারী দিবস বলে কথাSurprised
361844
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:০০
শেখের পোলা লিখেছেন : খালি ছিনতাইয়ের উপরেই গেছে বলে রক্ষে৷ পরিমলরা দেখলে আর রক্ষে ছিলনা৷ ধন্যবাদ৷
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:১৯
299857
বাকপ্রবাস লিখেছেন : হ, কারে কি বুঝামু, আছেতো অধীকার আদায় নিয়ে আন্দোলনে, পরিমলরা মজা লুটে
361916
০৯ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৫
টাংসু ফকীর লিখেছেন : সঙ্গে থাকলেও হত ছিনতাই
হাসিনারই বাল
আজ বুঝলিনারে তুই বলদ
বুঝবি তবে কাল।
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:৪১
299918
বাকপ্রবাস লিখেছেন : কি কহিব জনাব, আসল ঘটনা ফাঁস কইরা দিলেন
361927
০৯ মার্চ ২০১৬ সকাল ১০:৪৫
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:৪০
299916
বাকপ্রবাস লিখেছেন : তাহাকে টানপট্টির কাউকে দিয়ে ইয়ে করা হোক, তারপার বলুক ব্যপারনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File