- প্রশ্নোত্তর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ মার্চ, ২০১৬, ০৩:৪৬:৫৮ দুপুর
এতোগুলো বাচ্চা নিয়ে
পানিতে দেয় ঝাপ
হাঁসের বাচ্চা প্রশ্ন করে
কোথায় আমার বাপ?
তোমার ডিমে মুরগী বসে
কেন দেবে তা
মুরগী পারে তবে কেন
তুমি পারো না।
হাসে হাঁস, তার ছানাদের
কতো প্রশ্ন জাগে
সব প্রশ্নের উত্তর পাবে
বড় হও আগে।
বাচ্চারাও একদিন সাতসকালে
পাড়ে ধবল ডিম
আজকে বুঝি সেই প্রশ্নের
জবাব পাবার দিন।
বিষয়: বিবিধ
৬৫৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন